জুলাই ২৮, ২০২০
কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : সামাজিক অপরাধ সমূহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও পুলিশিং সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস। প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশিং সেবাকে জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে যেন একজন সেবা প্রার্থীও হয়রানির শিকার না হয়। এমনটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ইউনিয়ন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেঁড়াগাছি ইউনিয়নে বিট পুলিশিং এর দায়িত্ব পেয়েছেন এসআই (নি.) সুবীর কুমার ঘোষ, এ এস আই (নি.) আসলাম সিকদার, এ এস আই (নি.) মোহাম্মদ সোহেল রানা। 8,637,502 total views, 2,501 views today |
|
|
|