জুলাই ১৯, ২০২০
পারুলিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট: করোনা পরিস্থিতে চাহিদা মত দাম না পেয়ে লোকসানে খামার মালিকরা
মীর খায়রুল আলম : খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমঞ্চালের বৃহৎ গবাদি পশু কেনা-বেচার স্থান সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ার গরুহাট। ঈদের বাকি কয়েক দিন। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। আর এই ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পারুরিয়ার পশুর হাট। সপ্তাহের প্রতি রবিবার এখানে হাট বসে। জেলার বিভিন্ন এলাকা থেকে ও জেলার বাইরে থেকে খামারিরা তাদের পালিত পশু বিক্রয় করতে আসে এই হাটে। 8,953,557 total views, 9,307 views today |
|
|
|