জুলাই ২৯, ২০২০
পারুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় নাছিমা নামের এক মানসিক প্রতিবন্ধীর ভাতার প্রাপ্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোকারম শেখ ও এক মহিলার বিরুদ্ধে। সূত্র জানায়, বুধবার সকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২০১৯/২০ অর্থবছরের প্রতিবন্ধী ভাতার টাকা বিতরণ করেছে সমাজ সেবা অফিস। এতে পারুলিয়া ইউনিয়নের জোয়ার গুচ্ছ-গ্রাম এলাকার মোকছেদ আলী গাজীর কন্যা মানসিক প্রতিবন্ধী নাছিমা ১বছরের ৯ হাজার টাকার চেক হাতে পায়। পরে নাছিমার ভাবী সম্পর্কের এক মহিলা একই গ্রামের মোস্তফার স্ত্রী সাহানারার যোগ সাজশে ব্যাংক থেকে টাকা তোলার সময়ে ইউপি সদস্য মোকারম শেখ ৫হাজার টাকা কেটে নিয়ে বাকি ৪ হাজার টাকা নাছিমার হাতে দেয় বলে অভিযোগ করেন নাছিমার পরিবার। এ ব্যাপারে পারুলিয়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোকারম শেখ টাকা আত্মসাতের বিষয় এড়িয়ে গিয়ে বলেন, ভাতার টাকা পেয়েছে জানি কিন্তু কেউ টাকা কেটে নিয়েছে এমন বিষয়ে আমার জানা নেই। তবে মোকারম শেখের ফোন থেকে অভিযুক্ত ভাবি সাহানারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হ্যাঁ আমি ৫ হাজার টাকা কেটে রেখেছি নাছিমার ভবিষ্যৎ করে দেওয়ার জন্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এমন একটি অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল। আমি চাই এর সঠিক বিচার হোক। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসার অধির কুমার গাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোকরম শেখের নামে আগেও এমন অভিযোগ ওঠার পরে অনেকের টাকা ফেরত দিয়েছে সে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলেন। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 8,960,350 total views, 16,100 views today |
|
|
|