জুলাই ১৬, ২০২০
দেবহাটায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি : দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব শত বর্ষের আহŸান, লাগাই গাছ বাড়াই বন’ এই শ্লোাগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বনবিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, বন বিভাগের পিএম আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৪ হাজার ৬৫ টি করে ৫ ইউনিয়নে সর্বমোট ২০ হাজার ৩ শত ২৫ টি ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণের জন্য বিতরণ করবে উপজেলা বন বিভাগ বলে জানান উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেন। 8,955,003 total views, 10,753 views today |
|
|
|