জুলাই ৪, ২০২০
দেবহাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা দায়ের
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে দুই জনের নামে দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, উপজেলার দেবহাটা গ্রামের হামিদ সরদারের ছেলে কামরুল ইসলাম (২৬) ও উপজেলার চালতেতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলতাফ হোসেন (৪২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, যশোর জেলার মনিরামপুর থানার কামালপুর গ্রামের মেয়ে (২৪) তার ফুপার বাড়িতে আসা যাওয়ার সুবাদে ১নং আসামি কামরুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে তার পূর্বের স্বামীকে তালাক দেওয়ায়। এছাড়া মাঝে মধ্যে কামরুল তাকে দেবহাটার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়। সর্বশেষ গত ১২ জুন ভিকটিমের ফুপা মোক্তার হোসেন চান্দু স্ব-পরিবারে সুশীলগাতী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কামরুল তার সাথে দৈহিক মেলামেশা করে এবং খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার আশ্বাস দেয়। কিছুদিন পরে মোবাইল ফোনে কামরুল ভিকটিমকে তাদের বাড়িতে বিয়ে করার জন্য আসতে বললে সে গত ২৬জুন কামরুলের বাড়িতে গেলে ২নং আসামি আলতাফ ভিকটিমকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে বের করে দেয়। এ ঘটনা উল্লেখ করে ভিকটিম ০৩ জুলাই ৯(১)৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় দেবহাটা থানায় দায়ের করে। যার নং ০১। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে’। 8,962,461 total views, 18,211 views today |
|
|
|