জুলাই ৭, ২০২০
কুলিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম। কুলিয়া ইউনিয়নের বহেরা শাহাজী পাড়ায় মৃত সাইদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৬৪) করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ জুন তার কর্মস্থল খুলনা থেকে নিজ বাড়িতে আসেন এবং বাড়িতে অবস্থানকালীন তার করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। সোমবার (০৬ জুলাই) হামিদুর রহমানের নমুনা পজিটিভ হওয়ায় তাকে এবং তার পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন করা হয়। লকডাউনে থাকা পরিবারের সদস্যদের সর্বদা খোঁজ খবর নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উক্ত পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চাল, ডাল, কাঁচা তরকারিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম জানান, দেবহাটাকে করোনামুক্ত করতে কাজ করে যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। তারই নির্দেশনা মোতাবেক আমি আক্রান্ত ব্যক্তির বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এসেছি এবং আক্রান্ত ব্যক্তির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান খান ও ইউপি সদস্য রওনক-উল-ইসলাম(রিপন) প্রমুখ। 8,957,133 total views, 12,883 views today |
|
|
|