জুলাই ২৪, ২০২০
করোনায় কামার পল্লীতে নেই ঈদের আমেজ
এমএ মামুন, দেবহাটা : আর মাত্র কয়েকদিন পর মুসলমান ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা। আর এ ঈদুল আযহাকে সামনে রেখে কামারদের ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও দেবহাটা উপজেলার বিভিন্ন হাট-বাজারের কামারদের কর্মব্যস্ততা নেই বললেও চলে। তাদের মধ্যে নেই ঈদের আমেজ। করোনায় প্রায় সব প্রকার ব্যবসা স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে মধ্য বিত্ত ও নি¤œ আয়ের পরিবার গুলোকে কিছুটা অভাব-অনাটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আর তারা কোরবানি দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে। যে কারণে কোরবানি দিতে ইচ্ছা থাকলেও উপায় নেই মধ্য বিত্ত ও নি¤œ আয়ের এই পরিবারের। আর এতে প্রভাব পড়ছে স্থানীয় কামারদের মাঝে। করোনার কারণে তেমন জমে উঠছে না কোরবানির ঈদের হাট। এবছর কোরবানির ঈদকে ঘিরে কামার পল্লীতে দা, ছুরি, চাপাতি, নারিকেল কোরানিসহ অন্যান্য দেশীয় লোহার জিনিসপত্র তৈরি করছে ঢিলেঢালা ভাবে। ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা কম থাকায় বিপাকে পরেছে কামাররা। বছরের অন্য সময়ের চেয়ে কোরবানির ঈদে তাদের আয় রোজগার বেশি হওয়ার কথা থাকলেও তা নেই এবার। আগের দিনগুলোতে দা, কুড়াল, বঁটি, চাকু, কোদালসহ লোহার যন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করলেও আজকের দিনে তা অনেক অংশে কমে দাঁড়িয়েছে। দিনের শেষে রাতেও বিরাম ছিল না এসব কারিগরদের। সব সময় শুন-শান আর ট্যুং-টাং শব্দে মুখরিত হত কামারশালা গুলো। বিশেষ করে কামারদের এই ব্যস্ততা জানান দেয় ঈদুল আযহার অতি সন্নিকটে। 8,954,656 total views, 10,406 views today |
|
|
|