জুলাই ২২, ২০২০
দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবনের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আনুষ্ঠানিক এবং জুম ক্লাউড মিটিং এর মাধ্যমে উক্ত ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারক হোসেন রতন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রনজিত কুমার রায়, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। 8,947,739 total views, 3,489 views today |
|
|
|