জুন ২৪, ২০২০
দেবহাটায় ইয়াবাসহ পুলিশের হাতে ধরা মাদক কারবারী
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা সহ এক জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা নতুন বায়তুল আমান জামে মসজিদের সামনে হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন বহেরা গ্রামের আমিন সরদারের ছেলে জিসান কবির (২০)। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর নির্দেশনায়, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উক্ত অভিযান পরিচালনা কালে এসআই আবু হানিফ, এএসআই রশিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স বহেরা নতুন বায়তুল আমান জামে মসজিদের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ পাকা রাস্তার উপর থেকে জিসান কবির (২০) নামের এক ব্যক্তিতে ২০পিচ ইয়াবা সহ আটক করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং-০৭, তাং-২৪/০৬/২০২০। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। 8,948,100 total views, 3,850 views today |
|
|
|