তালা প্রতিনিধি : তালা উপজেলায় “আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ” শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রাণী সম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ^াস প্রমুখ।
এ পর্যন্ত প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৭৫ জন খামারী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এদিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে “ক্ষুরারোগ নিয়ন্ত্রণ ও পিপিআর রোগমুক্ত” প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ভলেন্টিয়ার ভ্যাকসিনেটর প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট অফিস সূত্র থেকে জানা গেছে।