নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৬১ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আনসার আলীর ছেলে সাগর হোসেন, একই উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ফরিদ আহমেদ ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের রুমা বেগম। ইতিমধ্যে স্ব স্ব স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৩শ’ ৩০ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৮৬৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ ও বাকি সব রিপোর্ট নেগেটিভ এসেছে’।