জুন ৮, ২০২০
কলারোয়ার হেলাতলা ইউপি সদস্য আছাদুজ্জামানের বিরুদ্ধে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : কলারোয়া উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের ৪ নং ওর্য়াড মেম্বর আছাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। সোমবার (০৮ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন একই ইউনিয়নের ৪ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আছাদুজ্জামান মেম্বর নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন প্রকার অনিয়ম করে চলেছেন। বিগত ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি খাতে আকিমুদ্দিনের বাড়ির অদূরে পাইলিং খাতে এক লক্ষ ৪৭ হাজার টাকা বরাদ্দ হলে যৎসামান্য কাজ করে সমুদয় অর্থ আত্মসাৎ করে মেম্বর আছাদুজ্জামান। সরকারি অনুদান পাওয়ার অযোগ্য ব্যক্তিদের নামে বয়স্ক ভাতার কার্ড দিয়েছেন। আজগার আলী বিশ্বাস বলেন, বিগত ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের পক্ষে কাজ করি। কিন্তু নৌকা পরাজিত হওয়ায় বাড়ি যাওয়ার পথে রাত ৮.২০ মিনিটের সময় গ্রামের চৌরাস্তা মোড়ে পৌঁছালে হঠাৎ মেম্বর আছাদুজ্জামান দলবল নিয়ে আমাকে আটক করে ৪০ হাজার টাকা দাবি করে। এসময় তাদের সন্ত্রাসী মনোভাব দেখে আমি কৌশলে পালিয়ে যাই। তখন মেম্বরসহ তার দলবল জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত নৌকার পোষ্টারে প্রসব করে এবং আগুন লাগিয়ে উল্লাস করে। এ ঘটনার পর মেম্বর দলবল নিয়ে আমার বাড়ি ঢুকে ফের ৪০ হাজার টাকা দাবি করে। এসময় আমি পালিয়ে প্রাণ বাঁচাই। পরে বিষয়টি আমি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আ’লীগের সভাপতিকে অবগত করি। তিনি অভিযোগ করে বলেন, মেম্বর আছাদুজ্জামানের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি ২০১৮ সালের ৪ জুন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসককে লিখিত ভাবে জানাই। কিন্তু অদ্যাবধি ওয়ার্ডবাসী এর কোন প্রতিকার পাইনি। এছাড়া সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সরকার অসহায়দের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছেন। কিন্তু নৌকায় ভোট দেয়ার কারণে প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিদের না দিয়ে অবস্থাপূর্ণ ব্যক্তিদেরকে দেয়া হচ্ছে। একই ভাবে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা দেয়ার জন্য তালিকা করা হয়েছে। কেউ তার এহেন কর্মের প্রতিবাদ করলে তার হাত পা কেটে নেয়ার হুমকি দেয়া হয়। তিনি নিজে এসব অনিয়মের প্রতিবাদ করে কোন প্রতিকার পাননি। তিনি ইউপি মেম্বর আছাদুজ্জামানের অনিয়ম ও দুর্নীতির প্রতিকার পাওয়ার জন্য প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়নের ৪ নং ওর্য়াড আ’লীগের সভাপতি মো. শামছুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. মুজিদ ও সাবেক মেম্বর মো. আইনাল দফাদার প্রমুখ। 8,643,649 total views, 1 views today |
|
|
|