মে ১১, ২০২০
সাতক্ষীরার আম বাজারে করোনা আক্রান্ত জেলার ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি : দেশের সর্বোচ্চ করোনা আক্রান্ত জেলা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত আম ব্যবসায়ীরা সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন আম বাজারে অনায়াসে প্রবেশে করছে বলে অভিযোগ উঠেছে। ফলে স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি সাতক্ষীরায় সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে দোকান-পাট। ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে ঘরবন্দি মানুষ। এতে কে কোন এলাকার বা কোন জেলার লোক তা চিহ্নিত করে নিজেকে সতর্ক রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন একাধিক সচেতন ব্যক্তি। সাতক্ষীরা সুলতানপুর এলাকার বাসিন্দা খলিলুর রহমান জানান, ‘বাজারে আম কিনতে গিয়েছিলাম। সেখানে অধিকাংশ লোক দেখলাম বাইরের জেলার। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কোথা থেকে এসেছেন? সে বলল ঢাকা থেকে। এ কথা শুনে আমি আম না কিনেই বাড়ি ফিরে আসি’। আম বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা আবুল হোসেন জানান, ‘আমাদের বাড়ির পাশেই আমের বাজার। এখানে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আম ব্যবসায়ীরা আম কিনতে আসছে। এখন আমরাই করোনা আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছি বলে মনে হচ্ছে। তাছাড়া আমাদের ছেলে-মেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। না জানি কখন কি হয়’! এ বিষয়ে আম বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা জানান, ‘বাইরের জেলা থেকে কিছু লোক আসছে। এতে আমরাও ঝুঁকিতে আছি। কিন্তু আমাদের ব্যবসার স্বার্থে কিছু বলতে পারি না। তাছাড়া এবছর আম বাজারের ডাক হয়নি এজন্য আম বাজার পৌরসভার নিয়ন্ত্রণে আছে। যদি প্রশাসন এ বিষয়টা ঠিক মত মনিটরিং করে তাহলে কিছুটা নিরাপদে আমরা ব্যবসা করতে পারব’। 8,474,117 total views, 1,757 views today |
|
|
|