মে ১২, ২০২০
সাতক্ষীরায় শ্রমিক সংকটে নিজেই মেশিন দিয়ে কৃষকের ধান কাটলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শ্রমিক সংকট নিরসনে কৃষকদের উৎসাহিত করতে নিজেই মেশিন দিয়ে কৃষকের ধান কাটলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১২ মে) বিকালে করোনা ভাইরাস’র প্রভাবে ধান কাটা শ্রমিক সংকটে সদরের বাঁকাল বাঁশতলা এলাকায় মেশিন দিয়ে কৃষকের ধান কাটার ব্যবস্থা করেন এমপি রবি। এ সময় এমপি রবি বলেন, ‘এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে মিলছে না ধানকাটা শ্রমিক। বোরো মৌসুম শুরু হওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। জননেত্রী শেখ হাসিনার আহŸানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে। নেতা-কর্মীরা আরও যেন উৎসাহ পায় সে কারণে আমি মেশিন দিয়ে মাঠে গিয়ে ধান কাটলাম। করোনার কারণে কৃষকরা যখন দিশেহারা তখন বিনা পারিশ্রমিকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীরা ধান কেটে দিচ্ছেন’। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 8,473,813 total views, 1,453 views today |
|
|
|