মে ১০, ২০২০
কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা: থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলার তারালী ইউনিয়নের অমিয়ান গ্রামের মোহাম্মদ খিদির আলী মহাজনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের এর সাথে একই গ্রামের ইয়াদ আলী মহাজনের ছেলে করিম মহাজন (৪৪) গং এর দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে গত ৭ মে বিকেল ৫ টার দিকে রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম মহাজন (৩৫) রোজা থাকা অবস্থায় শফিকুলের নিজ বাড়ির সামনে রাস্তায় ওঠা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে করিম মহাজন, তার ভাই রহিম মহাজন এবং করিম মহাজনের ছেলে জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শফিকুল ইসলামের উপর হামলা করে। পরবর্তীতে রফিকুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। এমতাবস্থায় ভুক্তভোগী অসহায় পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। 8,643,849 total views, 201 views today |
|
|
|