এপ্রিল ১৪, ২০২০
কলারোয়ার কেড়াঁগাছি ইউনিয়নে এাণের অপেক্ষায় অভূক্তরা
হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : এাণের অপেক্ষায় অভূক্ত পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটছে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাসিন্দাদের । স্থানীয়রা বলছেন সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী গুলো সঠিক ভাবে জনগণের হাতে পৌঁছালেও কিছুটা সুবিধা হতো তাদের। দিন যাচ্ছে বাড়ছে তাদের অসহায়ত্ব।
কেড়াগাছি ইউনিয়নের ১, ২,৩,৪ ও ৯ নং ওয়ার্ডের আলম, হামিদ, বাবু, বুলবুল, আসিফ, আকবর, পাগল বাবু, মোসলেম আলী, তাসলিমা বেগম, সেলিনা খাতুন, সেলিম হোসেন, শাহিন আলি সহ আরো অনেকেই জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা মেনে আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। ফলে আমাদের আয় রোজগারও বন্ধ । ঘরের উর্পাজনক্ষম লোকজনও কাটাচ্ছেন কর্মহীন সময়। এমন দূর্দিনে এলাকার মেম্বার চেয়ারম্যান আমাদের কখনো খোঁজ নেয় না।
আমরা কোন অবস্থায় আছি , কি খাচ্ছি এ পর্যন্ত কোনও খোঁজ খবর নেয়নি’। তারা আরও জানায়, ‘এমন অবস্থা চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো’। এজন্য তারা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল’র কাছে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
8,644,933 total views, 1,285 views today |
|
|
|