এপ্রিল ১৩, ২০২০
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাস বর্তমান বিশ্বের এক মহামারি রোগের নাম। এই মহামারি থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ এ জেলায় আসলে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে সকলকে দূরে থাকতে হবে। আমরা সকলে সচেতন হলে ইনশাল্লাহ এই করোনা ভাইরাস আমরা প্রতিরোধ করতে পারব’। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, ছাত্রলীগ নেতা তানভীর কবির রবিন, আসিফ মাহমুদ (মমিন) প্রমুখ উপস্থিত ছিলেন। 8,474,794 total views, 2,434 views today |
|
|
|