এপ্রিল ১, ২০২০
অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ
নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ দিনের মত সাতক্ষীরা জেলায় খাবার ফুরিয়ে যাওয়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। ঘর থেকে বের হতে না পারায় রোজগার নেই খেটে খাওয়া মানুষের। খাবারের জন্য আহাজারি শুরু না হলেও ঘরে থাকা খাবার শেষের দিকে। এমন অবস্থায় অনেক অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ওই যুবলীগ নেতা। “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়” জেলা যুবলীগের উদ্যোগে বুধবার (১ এপ্রিল) সদরের মাছখোলা ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে ২শ’ অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেছেন তিনি। এ সময় ওয়াহিদ পারভেজ’র সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল হক নান্টু, ছাত্র নেতা সালাউদ্দীন আল আজাদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল- মামুন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ (ইমন), ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন), জাহাঙ্গীর আলম রকি, মিলন, গাজী শাহিনুর, মো. নাসিম, মো. রাজু আহম্মেদ, আকাশ, মোসলেম, সেলিম, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। জি এম ওয়াহিদ পারভেজ জানান, ‘আমরা থাকলে ঘরে, করোনা থাকবে দূরে। আমরা যদি ঘরে থাকি করোনা আমাদের কাছে আসতে পারবে না। করোনা এমনিতেই আপনার কাছে আসবে না যদি আপনি করোনার কাছে না যান। সুতরাং করোনা থেকে বাঁচতে আপনাদের অবশ্যই ঘরে থাকতে হবে। 8,475,326 total views, 54 views today |
|
|
|