মার্চ ১৪, ২০২০
কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে-জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান
নিজস্ব প্রতিনিধি: সমাজ ও রাষ্ট্র এগিয়ে চলেছে। এর সাথে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আগে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এজন্য জেলাব্যাপী লিগ্যাল এইড কমিটি কাজ করে চলেছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও লিগ্যাল এইড কমিটির কার্যক্রম রয়েছে। লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আরও বেশি ভূমিকা রাখার জন্য আহŸান জানাচ্ছি। শনিবার (১৪ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিববর্ষে আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত কর্মশালায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এসব কথা বলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে রাষ্ট্রের সকল নাগরিকের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আর্থিকভাবে অসচ্ছল ও বিভিন্ন আর্থ সামাজিক প্রতিবন্ধকতার কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে আসছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি। ধনী-গরিব সকলকে আইনি সেবা, আইনগত পরামর্শ এবং মামলার নিষ্পত্তি থেকে শুরু করে অ্যাডভোকেট নিয়োগসহ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় ও জেলা লিগ্যাল এইড কমিটির দায়িত্বপ্রাপ্ত অফিসার সিনিয়র সহকারী জজ সালমা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জামি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড. তপন কুমার দাস, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, মৌতলার প্যানেল চেয়ারম্যান মাহফুজা খানম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা পারভীন লাকী, ইমাম শাহাজান আলী, পুরোহিত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন, শেখ রফিকুল বারী রফু, ঠাকুরদাস সরকার, আব্দুল কাদের প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,475,991 total views, 719 views today |
|
|
|