মার্চ ২০, ২০২০
করোনা ভাইরাসের সচেতনতামূলক সরকারি নির্দেশনা অমান্য করায় কালিগঞ্জে ১১ ব্যবসায়ীকে জরিমানা
শাওন আহম্মেদ সোহাগ, কালিগঞ্জ : করোনা ভাইরাসের জন্য সচেতনতামূলক সরকারি নির্দেশনা অমান্য করে গণ-জমায়েত সৃষ্টির অপরাধে এক জনকে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উচ্চমূল্যে বিক্রির অপরাধে ১০ জন ব্যবসায়ীকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল পৃথক পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন আহমেদ নিজ পুকুরে টিকিটের বিনিময়ে বরশি দিয়ে মাছ শিকারের আয়োজন করে গণ-জমায়েত সৃষ্টি করেন। শুক্রবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দীন ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে গণ-জমায়েত সৃষ্টির অপরাধে শাহাবুদ্দীন আহমেদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে উপজেলার মৌতলা কাঁচা বাজারের কাঁচামাল ব্যবসায়ী আনছার আলীকে ৫ হাজার টাকা ও মোহাম্মদ ওলিউল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দক্ষিণ শ্রীপুরের বাঁশতলা বাজারের মুদি ব্যবসায়ী অচিন্তকে ১০ হাজার টাকা, আশিক এন্টারপ্রাইজের মালিক আবুল কালামকে ৫ হাজার টাকা, ইব্রাহিম চাউলের আড়তের মালিক আব্দুল্লাহ মোড়লকে ৫ হাজার টাকা, ফাতেমা চাউলের আড়তের মালিক মনিরুজ্জামান ও মোবারক হোসেনকে ৬ হাজার টাকা, আলম হোসেনকে ৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী শাহ আলমকে ৪ হাজার টাকা এবং নব স্টোরের মালিক তপন দত্তকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোয়াজ আবরার জনতার মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার করেন। এ সময় দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,475,625 total views, 353 views today |
|
|
|