মার্চ ২৩, ২০২০
সাতক্ষীরায় র্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ আটক-৭
নিজস্ব প্রতিনিধি : ২শ’ ৩০ পিস ইয়াবাসহ আফতাবুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ (সাতক্ষীরা সিপিসি-১) এর সদস্যরা। আটক আফতাবুজ্জামান কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মৃত একরামুল ইসলামের ছেলে। র্যাব সূত্র জানায়, ‘রোববার রাতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন’র নেতৃত্বে ২শ’ ৩০ পিস ইয়াবাসহ কাকডাঙ্গা ওই যুবককে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে’। এদিকে র্যাবের পৃথক এক অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার মাহামুদপুর এলাকার মৃত ছকিম গাজীর ছেলে আব্দুর রহমান আবদার (৬৩), ঝিকরগাছা উপজেলার শিয়ালগুনা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরা সদরের খানপুর এলাকার মৃত মকবুল হোসেন ঢালীর ছেলে মো. আবু মূসা (৩৮), রেউই এলাকার মৃত রহিম বাক্স সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), হাওয়ালখালী গ্রামের মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দি এলাকার মৃত ছলিম গাজীর ছেলে মো. হান্নান গাজী (৬৮)। র্যাব জানায়, ‘সাতক্ষীরা সদর উপজেলার মীর্জানগর (রেউই) মাঝেরপাড়ার একটি বাঁশ বাগান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ৩৫ হাজার ৭শ’ ৯২ টাকা, ১৩ সেট তাস, ৬ প্যাকেট সিগারেট, ১টি মানিব্যাগ, ১টি ডেভিট কার্ড, ১টি প্রেস আইডি কার্ড, ১টি এনআইডি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি হাত ঘড়ি, ৩টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড, ২টি মেমোরি কার্ড, ১টি মোটরসাইকেল ও ১টি মাদুর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে’। 8,475,428 total views, 156 views today |
|
|
|