মার্চ ১২, ২০২০
সাতক্ষীরায় জঙ্গি সন্দেহে আটক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরিজম সদস্যরা। গত বুধবার রাতে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন একটি স্যানিটারী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় কাউন্টার টেরিজম সদস্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরিজম সদস্যরা সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সংলগ্ন নাজমা স্যানিটারী দোকানের সামনে থেকে নাজমুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানান। এ ঘটনায় সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি এন্ড টেরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই আটক সন্দেহভাজন জঙ্গি নাজমুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। তারিখ-১১-০৩.২০২০। 8,475,872 total views, 600 views today |
|
|
|