মার্চ ৩০, ২০২০
খাবার নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি গেলেন যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ
নিজস্ব প্রতিনিধি : “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনার” সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) শহরের পুরাতন সাতক্ষীরা ও বিভিন্ন এলাকায় ২শ’৫০ জন অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বেঁচে থাকার জন্য এখন সব থেকে বেশি প্রয়োজন খাবারের। দিনমজুর ও শ্রমিক শ্রেণির এসব মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় ফুরিয়ে এসেছে বাড়িতে থাকা খাবার। এমন পরিস্থিতিতে অসহায় এসব মানুষদের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়াহিদ পারভেজ’র সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, কাজী নজরুল ইসলাম (বাবু), জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন), আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ (ইমন), আশিক রেজা, রিপন, অপু, প্রমুখ।
জি এম ওয়াহিদ পারভেজ জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। মানবিক দিক বিবেচনা করে সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের খাবার বিতারণ করা হচ্ছে। তিনি আরোও বলেন, জেলার প্রকৃত ১হাজার অভাবি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। ইতোমধ্যে তালিকা তৈরির করে খাবার বিতারণ করা হচ্ছে। সত্যিকার অর্থে অভাবি কেউ যোগাযোগ করলে আমি তার পাশে দাঁড়াবে। পাশাপাশি করোনা মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। তাছাড়া হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে’। 8,475,257 total views, 2,897 views today |
|
|
|