মার্চ ২৫, ২০২০
কলারোয়ায় ৪৭০জনসহ জেলায় হোম কোয়ারেন্টাইনে ১৫৬২জন: নিত্য প্রয়োজনীয় ব্যতীত সকল দোকান বন্ধ
কলারোয়া প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাসের (কেভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কলারোয়া উপজেলাব্যাপী কঠোর পদক্ষেপ নিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশে ঔষধ, কাঁচা-বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় জরুরী প্রয়োজন ছাড়া উপজেলার বাসিন্দাদের ঘরের বাইরে বাহির না হওয়ার নির্দেশ দেয়া হয়। সকালে এ বিষয়ে উপজেলাব্যাপী মাইকিং প্রচারণার সাথে কলারোয়া থানা পুলিশ সদস্যদের বাজার মনিটরিং করতে দেখা গেছে। যদিও এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা, বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দফায় দফায় অভিযান পরিচালনাসহ জনসচেতনতায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এদিকে, সাতক্ষীরা জেলাব্যাপী গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে জেলায় বিদেশ ফেরত ১৫৬২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে, গত ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত জেলায় বিদেশ থেকে এসেছেন ৯ হাজার ৬১৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কলারোয়া উপজেলায় ৪৭০ জন, সাতক্ষীরা সদর উপজেলায় ১৬৩ জন, আশাশুনি উপজেলায় ১০৮ জন, দেবহাটা উপজেলায় ১৮৭ জন, কালিগঞ্জ উপজেলায় ২২২ জন, শ্যামনগর উপজেলায় ২০৪ জন ও তালা উপজেলায় ২০৭ জন। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সকল পর্যটন কেন্দ্র, বিনোদন পার্ক ও পশুর হাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণ-জমায়েত। আর এসব নজরদারি করতে চলছে কঠোর মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান’। 8,645,231 total views, 1,583 views today |
|
|
|