মার্চ ১২, ২০২০
পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারে আবারও ভাঙন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে কালিনগর নদী ভাঙন স্থানে আবারও ভাঙন সৃষ্টি হয়েছে। দ্রæত সময়ে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না হলে ২২ নং পোল্ডারের ৫ টি ওয়ার্ড মারাত্মক হুমকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে শত শত ঘর বাড়ি, রাস্তা ঘাট। তলিয়ে যাবে হাজার হাজার বিঘার জমির মৎস্য ঘের ও কৃষি জমি। ফলে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হবে। দ্রæত পদক্ষেপ না নিলে ভাঙন কবলিত এলাকায় লবণ পানি প্রবেশ করলে শত-শত বিঘার চিংড়ি ঘের, বাড়ি-ঘর, রাস্তাঘাট প্লাবিত হয় ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। ভাঙনের খবর শুনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল পানি উন্নয়ন বোর্ড সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পাউবো-২ এর খুলনা উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাস বৃহস্পতিবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন, চঞ্চলা মন্ডল, আশীষ হালদার, সুকুমার কবিরাজ, বিশ্বজিত রায়, সুপদ রায়, পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি চিত্তরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী। পাইকগাছা-কয়রা সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় উক্ত ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। খুব দ্রæত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণপদ দাস ও ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। 8,562,798 total views, 1,503 views today |
|
|
|