মার্চ ১৮, ২০২০
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে দাতা সংস্থা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা), মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান সহায় এর বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় ২০ জন সাংবাদিক অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকাত হোসেন ময়না, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল। এছাড়া প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল করিমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্প, সংস্থা ও প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি জি.এম নূর ইসলাম প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করা, লিগ্যাল এইড এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের সেবার পথ কে আরও সুগম করা এবং পারিবারিক সহিংসতা বন্ধে প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার মো. আমজেদ হোসেন, প্রকল্প সহায়ক মো. শোকর আলী, লুৎফুন নেছা ও মো. ইব্রাহিম হোসেন। 8,475,919 total views, 647 views today |
|
|
|