মার্চ ১৮, ২০২০
কান্সারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের মৃত ইনতাজ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (৬৫) মরণ ব্যাধি কান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি খরচে চিকিৎসা জোটেনি তার ভাগ্যে এমনটাই অভিযোগ ওই মুক্তিযোদ্ধার। অর্থাভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দিন কাটছে তার। হাসপাতালের বেডে শুয়ে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে দু-একটি কথা বলেই কেঁদে বুক ভাসাচ্ছেন। তিনি বলেন, ৭১’এ সাব-সেক্টর কমান্ডার এম এ জলিল ও যুদ্ধকালীন কমান্ডার মর্তুজা’র নেতৃত্বে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধা হিসাবে তালিকা ভুক্ত হয়েছেন। যার গেজেট নং ১৮৩০’। তিনি আরও বলেন, বিগত ৫/৬ মাস ধরে পেটের সমস্যা নিয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছিলেন, পরে ক্যান্সার হাসপাতালে ভর্তি হন । কিন্তু মুক্তিযোদ্ধা কোটা তো দুরের কথা, কোথাও সাধারণ রোগী হিসাবেও স্থান হয়নি তার। সহায়সম্বল যা ছিল তা ব্যায় করে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করেই বিনা চিকিৎসায় বাড়ি ফিরেছেন’। তিনি দু:খ করে বলেন, ‘আমার জন্য সহযোগিতা করার মত কেউ নেই। আজ শান্তনা দেওয়ার মত তার পাশে কেউ নেই। এমনকি সহ-যোদ্ধারাও আজ কাছে ঘেঁষতে চাইছে না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে বেঁচে থাকার আকুতি জানিয়ে চিকিৎসার জন্য আবেদন জানিয়েছেন বিভিন্ন দপ্তরে। কিন্তু কোন দপ্তর থেকে আজও কোন সাহায্য পাইনি বলেও জানান তিনি’। তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার জানান, সমাজসেবা অফিসের মাধ্যমে একটা আবেদন করা হয়েছে। তবে তদবির না করলে দ্রæত পাওয়া কঠিন’। এ ব্যাপারে তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার জানান, উনি ক্যান্সারে আক্রান্ত, আমাদের এখানে এর সু-চিকিৎসা নেই, তার পরেও আমরা বীর মুক্তিযোদ্ধাকে সাধ্য মত সেবা দিয়ে যাচ্ছি নিজ উদ্যোগে। 8,622,146 total views, 1,698 views today |
|
|
|