প্রেস বিজ্ঞপ্তি : আগামী মার্চে মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হবে ‘চেতনায় মুজিব, হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ আবৃত্তি উৎসবে খুলনা বিভাগের সকল জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশী দেশ ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন মুশফিকুর রহমান মিল্টল, পল্টু বাসার, মনিরুজ্জামান ছট্টু, দিলরুবা, শামীমা পারভীন রতœা, সিদ্দিকুর রহমান, সায়েম ফেরদৌস মিতুল, কামরুল হাসান, নিশিকান্ত বন্দোপাধ্যায়, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সভায় জানানো হয়, ৭ থেকে ১৭ মার্চ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন সুবিধামত সময়ে আয়োজন করা হবে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব। উৎসবে খুলনা বিভাগের সকল জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশী দেশ ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন। সকলের সহযোগিতায় জেলা প্রশাসন আন্তর্জাতিক মানের আবৃত্তি উৎসব আয়োজন করতে চায়।