ফেব্রুয়ারি ২৭, ২০২০
মায়েরা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সমৃদ্ধ দেশ উপহার দেবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
মীর খায়রুল আলম/এমএ মামুন: সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেছেন, একজন মা পারে তার সন্তানকে সঠিক পথের শিক্ষা দিতে। কারণ শিশুদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার। সন্তান জন্ম নেওয়ার পর থেকে মায়ের কাছ থেকে সঠিক শিক্ষা লাভ করে। আর এজন্য দরকার একজন সচেতন মায়ের। মা সচেতন হলে সন্তান কোথায় যাচ্ছে, কি শিখছে সব কিছু সহজে জানতে পারা যায়। মুজিববর্ষকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের পাশাপাশি মায়েদের ভূমিকা রাখতে হবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষে সরকার অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য সকলকে মুজিব শতবর্ষের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার আহবান জানান। একই সাথে ডেঙ্গু ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে। সেবা নিতে যেয়ে কোথাও হয়রানি হলে সরাসরি আমাকে জানাবেন বলে জানান তিনি। জেলার কোথাও কোন বাল্যবিবাহ হবে না। এমন ঘটনা ঘটলে প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে। নারীর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিহত করা হবে। সরকার অসহায় মানুষের জন্য বিচারের ব্যবস্থা করেছেন। সরকার আপনাদের সেবা করার জন্য আমাদের পাঠিয়েছেন। আপনারা কোথাও অনিয়ম, দুর্নীতি দেখলেই প্রশাসনকে জানাবেন। সাথে সাথে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুশিয়ার করে বলেন, মুজিববর্ষকে ঘিরে কোন চাঁদাবাজি করা যাবে না। যার যেটুকুই সমার্থ সমন্বয় করে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, থানার ওসি(তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধীক মা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। 8,476,220 total views, 948 views today |
|
|
|