ফেব্রুয়ারি ১৩, ২০২০
পাইকগাছা পৌরসভার বাজার সংলগ্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপে পরিণত : কর্তৃপক্ষ নীরব
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার বাজার সংলগ্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। বিষক্ত দুর্গন্ধের কবলে ব্যবসায়ীরা সহ সর্বস্তরের জনগণ। দক্ষিণে হাওয়া আসলেই নাকে কাপড় দিয়ে পথ চলতে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। মনে হচ্ছে, পাইকগাছা পৌরসভা ময়লা আবর্জনার স্তুপের নিচে চাপা পড়ে যাচ্ছে। ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি খুলনা জেলার একমাত্র পৌরসভা পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে ধীরে ধীরে দ্বিতীয় শ্রেণি ও পরবর্তীতে প্রথম শ্রেণিতে স্থান করে নিলেও উন্নয়ন হয়নি পৌরসভার জনগণের। পৌরসভার হাট বাজারের দক্ষিণ পার্শ্বে শিবসা নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে ময়লা আবর্জনার স্তুপ। এর কোল ঘেষে রয়েছে কাঁচা বাজার, মুদি ব্যবসায়ীরা, মাছ বাজার, মাংস বাজার সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। পাশেই রয়েছে পাইকগাছা থানা ও অন্যান্য প্রতিষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে বাজার সংলগ্ন স্থানে ফেলে বাজারকে দূষিত করে ফেলছে। এ ব্যাপারে কথা বলার জন্য বাজার ইজারাদারের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর মন্তব্য করতে রাজী হয়নি। 8,581,695 total views, 9,465 views today |
|
|
|