ফেব্রুয়ারি ৭, ২০২০
অরক্ষিত শহীদ আব্দুর রাজ্জাক শিশু পার্ক
নূর মনোয়ার: শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুদের সুরক্ষায় স্বাভাবিক বিকাশের লক্ষ্যে ১৯৮৯ সালে ১৯১টি দেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘে শিশু অধিকার সনদ অনুমোদন করে। বিশ্বের প্রতিটি দেশে শিশুর স্বাভাবিক বিকাশের লক্ষ্যে শিশুর প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। বর্তমানে আমেদের দেশেও এর ব্যতিক্রম নয়। শিশুর স্বাভাবিক বিকাশে চিত্তবিনোদনের ক্ষেত্রে শিশুপার্ক তাৎপর্যপূর্ণ। সাতক্ষীরার প্রাণকেন্দ্রে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত একমাত্র শিশু পার্ক। কয়েক বছর পূর্বে একটি বে-সরকারি সংস্থার উদ্যোগে পৌরসভা কর্তৃক পুনরায় পার্কটি চালু করা হয়। বসানো হয় দোলনাসহ বিভিন্ন রাইড। কিন্তু রক্ষনাবেক্ষণ ও কতৃপক্ষের উদাসীনতায় পরিবেশগত উন্নয়নে কোন কাজ না করায় দীর্ঘদিন শহীদ আব্দুর রাজ্জাক শিশু পার্কটির বেহাল দশা। বর্তমানে এই স্থানটিতে শিশুদের পরিবর্তে মাদকসেবী আর অসামাজিক কার্যকলাপরতদের পদচারণায় মুখরিত। 8,477,297 total views, 2,025 views today |
|
|
|