জানুয়ারি ৩, ২০২০
পাইকগাছায় টানা বৃষ্টিপাতে ফসলের ক্ষতি
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ভরা মৌসুমে বৃষ্টিপাতে ইটভাটা সহ আমনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। একদিকে শীত অন্যদিকে অবিরাম বৃষ্টি এবং শীতে সাধারণ ও নিন্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে। ভীষণ কষ্টে রয়েছে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষ। চলতি মৌসুমে উপজেলার সর্বত্র চলছে আমন ফসল কাটার ধুম তেমনি ইটভাটাতেও চলছে ইট পোড়ানোর ব্যাপক কর্মযোগ্য। কৃষকরা ধান কাটা শুরু করলেও অধিকাংশ স্থানে ধান কাটতে রয়েছে বাকি। জানা গেছে আর যারা কেটেছে তাদের ধান এখনও মাঠে রয়েছে। অল্প সময়ে কৃষকরা ঘরে তুলতে পারেনি শ্রমের ফসল। পৌষে হঠাৎ এ বৃষ্টি পাতে কৃষকের স্বপ্ন নষ্ট করে দিয়েছে। গড়ইখালী ইউপির কানাখালী গ্রামের কৃষক বিজয় রায় জানান, গোটা এলাকায় কাটা ধান সব জলমগ্ন রয়েছে। পোকার আক্রমণ ও বৃষ্টিপাতে আমন ফসলের ক্ষতিতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। অন্যদিকে একটানা বৃষ্টি পাতে ইটভাটা গুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। শুকনো মৌসুমে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাটা মালিকরা লোকসানে পড়ার আশংকায় রয়েছে। এ বিষয়ে বিশিষ্ট ভাটা মালিক উপজেলা আ’লীগের সহ- সভাপতি সমীরণ কুমার সাধু জানান, মৌসুম শুরুতেই ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে ঝড়বৃষ্টি ও ইতোমধ্যে পরপর দু’বার বৃষ্টিতে ভাটা মলিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে নিশ্চিত ভাবে ভাটা মালিকরা ব্যাপক লোকসানের মুখে পড়বে। অন্যদিকে শীতও বৃষ্টি পাতে সাধারণ ও নিন্ম আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তেমনি শিশু ও বৃদ্ধরা রয়েছে ভীষণ কষ্টে। 8,585,905 total views, 2,591 views today |
|
|
|