জানুয়ারি ৩০, ২০২০
দেশ থেকে দুর্নীতি দুর করতে পারলে ’৪১ এর আগেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে : জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল
নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। দেশ থেকে দুর্নীতি দুর করতে পারলে’ ৪১ এর আগেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে। আপনারা দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ দুর করতে সকলেই এগিয়ে আসবেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে এখন জেলার প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ মূলক দেয়াল পত্রিকা বের করতে হবে। প্রতিটি ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস-গ্রীন ক্যাম্পাস দেখতে চাই। সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা বর্তমানে অনেক ভাল। পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল ময়দানে বন্ধু পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বন্ধু সংগঠনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের কাজ কর্ম মানবিকতা দেখে আমি মুগ্ধ। আপনারা সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আরো সামনে এগিয়ে যাবেন বলে আমি আশা করি। পাটকেলঘাটায় ফ্রেন্ডস গ্রæপ পাটকেলঘাটা অঞ্চলের আয়োজনে বন্ধু পুনর্মিলন এর তৃতীয় বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ গুণী জনের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৫ টায় বন্ধ সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোষ সনৎ কুমার, মো: ইকবাল হোসেন, মো: হুমায়ুন কবির, কাজী ওয়াহিদ মুর্শেদ, ইন্দ্রজিৎ কুমার সাধু। অনুষ্ঠানে ৩ জন গুনি শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষকবৃন্দরা হলেন, তরিকুল ইসলাম, আশিশ কুমার বসু, শিব পদ দাশ। এসময় ৩০০ জন দুঃস্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, উত্তম কুমার পাল ও সৌমিত্র দেবনাথ। 8,477,756 total views, 2,484 views today |
|
|
|