জানুয়ারি ১৩, ২০২০
পাইকগাছায় বঙ্গবন্ধু যেখানে বেঁড়িবাধের উদ্বোধন করেছিলেন সেখান থেকে বাঁধের কাজ শুরু : এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আকতারুজ্জামান বাবু -এমপি বলেছেন, ১৯৭২’র ২২ ফেব্রæয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে বেঁড়িবাধের উদ্বোধন করেছিলেন সেখান থেকেই আজ ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ শুরু হল। তিনি সোমবার দুপুরে লস্কর ইউপির আলমতলায় ভাঙন কবলিত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। নদী খনন ও ঝুকিপূর্ণ বেঁড়িবাধ সহ বিভিন্ন প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর এলাকা সফরকে কেন্দ্র করে তিনি আরও জানান, উপক‚লীয় এলাকার মানুষের জীবনমান রক্ষার্থে নদী খনন ও টেকসই বেঁড়িবাধ তৈরি পরিকল্পনার অংশ স্বরূপ এ বাঁধের কাজ শুরু হয়েছে। সভায় খুলনার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ইতোমধ্যে টেন্ডারের মাধ্যমে পাইকগাছার বিভিন্ন পোল্ডারে ১১টি প্যাকেজে সাড়ে ৬ কি. মি. ওয়াপদার বেঁড়িবাধের কাজ শুরু হয়েছে। 8,584,130 total views, 816 views today |
|
|
|