জানুয়ারি ২, ২০২০
গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউশনে টাকা নিয়ে বই বিতরণের অভিযোগ!
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পাঠ্যপুস্তক উৎসবে টাকার বিনিময়ে গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটে বই বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ হয়েছে। বিষয়টি জানাজানিতে এলাকায় তোড়পাড় সৃষ্টি হলে পাল্টা-পাল্টি বক্তব্য পাওয়া গেছে। গড়ইখালী গ্রামের শারীরিক প্রতিবন্ধী আলমগীর গাজী জানান, আমার মেয়ে ঝুমুর সুলতানা গড়ইখালী আলমশাহী ইনিস্টিটিটের ৮ ম শ্রেণির ছাত্রী, যার রোল নং-৪৮। তিনি অভিযোগ করেন, বিনামূল্যে সরকারি বই বিতরণের সময় বিদ্যালয় প্রধান শিক্ষক মধুসূদন সরকার ৩শ টাকা নিয়ে তার মেয়ের হাতে বই তুলে দেন। মফিজুল গাজীর অভিযোগ, টাকা না দেওয়ায় তার ছেলে রিফাত সহ অনেক শিক্ষার্থীকে খালি হাতে ফিরতে হয়েছে। এ ঘটনায় আলমগী গাজী মফিজুর, খোকন গাজী, রেশমা বেগম, শিল্পী বেগম বিদ্যালয় প্রধান শিক্ষক মধুসূদন সরকার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’রর নিকট অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এ অভিযোগ সম্বন্ধে সরকারি নিয়মের কথা উল্লেখ করে প্রধান শিক্ষক মধুসূদন সরকার জানান, বছরের শুরুতে আমরা সেজন চার্জ স্বরুপ মফস্বল এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ৫ শত টাকার স্থলে ৩শ করে টাকা নিয়ে থাকি বলে মন্তব্য করেন। 8,585,751 total views, 2,437 views today |
|
|
|