জানুয়ারি ২৪, ২০২০
অসহায় বুলবুলি’র পাশে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ঘূর্ণিঝড় বুলবুল এর রাতে সোলাদানা সাইক্লোন শেল্টারে জন্ম নেওয়া শিশু বুলবুলিকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। “বুলবুলি এখন কেমন আছে ” শিরোনামে দৈনিক সুপ্রভাত পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় “বুলবুলি” র বিষয়টি প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী অফিসার নিজে বুলবুলি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে অতিদ্রæততার সহিত এ সহায়তার ব্যবস্থা করেন। তিনি মঙ্গলবার দুপুরে বুলবুলি ও তার মা রাবেয়া বেগম এর হাতে ১৬ পিস ঢেউটিন ও ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম। উল্লেখ্য, গত বছর ১০ নভেম্বর ভোর রাতে অত্র এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়ের পূর্বাভাস পেয়ে উপজেলার সোলাদানা সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয় শিবসা নদীর পাড়ে বসবাসরত সন্তান সম্ভাবা হতদরিদ্র রাবেয়া বেগম। ঝড়ের মধ্যেই রাবেয়া একটি ফুটফুটে কন্যা শিশু জন্ম দেয় । ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়ায় পরিবারের সবাই তার নাম রাখে বুলবুলি। এ সংবাদ পেয়ে বুলবুলিকে দেখতে বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ নিয়ে রাবেয়া’র বাড়িতে ছুটে যান ইউএনও জুলিয়া সুকায়না এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু শত ব্যস্ততার কারণে বুলবুলির খবর রাখা সম্ভব হয়নি। সম্প্রতি দৈনিক সুপ্রভাত পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এম.এম. নজরুল ইসলামের কাছে এবিষয়ে রাবেয়া বেগম, তার আর্থিক সমস্যার কথা তুলে ধরে উপজেলা প্রশাসন, চেয়ারম্যান সহ সমাজের বিত্তবানদের কাছে বুলবুলির জন্য সাহায্য ও দোয়া প্রার্থনা করেন। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী আফিসার জুলিয়া সুকায়নার নজরে আসা মাত্রই তিনি এ ব্যবস্থা নেন। অসহায় বুলবুলির পরিবারের পাশে ইউএনও সাহায্যের হাত বাড়ানোই কৃতজ্ঞতা জানিয়েছেন রাবেয়া’র পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 8,582,782 total views, 10,552 views today |
|
|
|