জানুয়ারি ২১, ২০২০
মৃত শ্রমিক পরিবার ও বাসস্ট্যান্ড মসজিদে ৭৫ হাজার টাকা অনুদান
![]() পাইকগাছা প্রতিনিধি: খুলনা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পাইকগাছার মৃত শ্রমিকনেতার পরিবার ও বাসস্ট্যান্ড মসজিদে ৭৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ অর্থ প্রদান করেন। তিনি পাইকগাছার শ্রমিকনেতা মৃত আব্দুল জব্বার বাবলুর স্ত্রী রেহানা বেগমের হাতে নগদ ৫০ হাজার এবং পাইকগাছা রোড কমিটির পক্ষ থেকে ৫ হাজার মোট ৫৫ হাজার টাকা ও বাসস্ট্যান্ড জামে মসজিদে এসি কেনার জন্য ২০ হাজার টাকা অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় সভাপতি নুর ইসলাম বেবী, পাইকগাছা রোড কমিটির সভাপতি আবুল কালাম, সম্পাদক মিথুন মধু, বাস মালিক সমিতির হারুনার রশিদ হিরু, শেখ জাহিদুল ইসলাম, শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, বাবলু হাসান, জাহিদ খান, নুরে আলম, বাবলুর রহমান, দিপংকর মন্ডল, শাহাদুল ইসলাম, মোতালেব হোসেন প্রমুখ। 6,240,861 total views, 4,072 views today |
|
|
|