জানুয়ারি ১৯, ২০২০
পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম উৎসব পালিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বোয়ালিয়া সার্বজনীন পূজা মন্দির শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম উৎসব পালিত হয়েছে। রবিবার বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় সাধারণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, এসপিআর সুব্রত রায়, পরিমল মন্ডল, মুক্তিপদ মন্ডল, রণজিৎ কুমার মল্লিক, দুলাল মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, বিধান চন্দ্র মন্ডল, ডা: কালিচরণ মন্ডল, স্বপন কুমার মন্ডল, শ্যামলাল মন্ডল, রঞ্জন কুমার মন্ডল, বিভূতি সরকার। উপস্থিত ছিলেন, স্বপন চক্রবর্তী, প্রজিৎ কুমার রায়, অমীয় রঞ্জন পাল, প্রভাষক সুফল মন্ডল, কাকন মজুমদার, পিযুষ সাধ প্রমুখ। এছাড়া বেলা ১১টায় শিশু-কিশোরদের সংগীতানুষ্ঠান, ৩টায় মাতৃ সম্মেলন, বিকাল সাড়ে ৫টায় সমবেত বিনীত প্রার্থনা অনুষ্ঠিত হয়। 8,987,222 total views, 4,395 views today |
|
|
|