জানুয়ারি ১৩, ২০২০
কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় প্রয়াত নেতার মহৎপুর সরকারি কবরস্থানে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কাজী মাহমুদুল আলম, ফিরোজ আহম্মেদ, আল-মামুন সরদার, আবুল হোসেন, প্রধান শিক্ষক আনন্দকুমার দে, শিক্ষক জয়দেব কুমার ঘোষ, সাজেদুল হক সাজু, সামসুল হুদা কবীর খোকন, মাহবুবুর রহমান সুমন, শহীদুল ইসলাম, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আতিকুর রহমান, শেখ শাহারিয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহৎপুর রওজাতুল জান্নাত ক্বারীয়ানা, হাফিজীয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ গোলাম মোস্তফা। 6,254,913 total views, 3,980 views today |
|
|
|