জানুয়ারি ৭, ২০২০
কালিগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হুসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেসিয়া জামান, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অফিসার শামছুন্নাহার, শারমিন আক্তার, চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, চেয়ারম্যান প্রশান্ত সরকার, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 6,208,514 total views, 3,645 views today |
|
|
|