ডিসেম্বর ২৬, ২০১৯
তালায় মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: তালায় বিলের পানি নিষ্কাশনের সরকারি খাল দখল মুক্ত করতে সহযোগিতা করায় খুন জখম ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের আছির উদ্দীন মোড়লের ছেলে ইদ্রিস আলী মোড়ল। লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে প্রায় ১৫০ বিঘা জমি রয়েছে। তালা সদর ইউনিয়নের ৪টি গ্রামসহ আশ পাশের এলাকা এবং ১৫০বিঘা সম্পত্তির পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র সরকারি খাল রয়েছে। যেটি অত্র এলাকার পানি নিষ্কাশিত হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। কিন্তু গত কয়েক বছর পূর্বে অত্র এলাকার মৃত. আব্দুর রহমানের ছোট ছেলে চিহ্নিত ভূমিদস্যু গাজী কামরুল ইসলাম, মৃত. আলতাফ খাঁর বড় ছেলে খান বোরহান উদ্দীন অপরিকল্পিত মৎস্য ঘের পরিচালনার জন্য ওই খালটি অবৈধভাবে দখল করে রাখে। ফলে বর্ষা মৌসুমে উক্ত খাল দিয়ে পানি নিষ্কাশিত হতে না দেওয়ায় সামান্য বর্ষা হলেই অত্র এলাকার শত শত বিঘা সম্পত্তি ৪টি গ্রামের শত শত বসতবাড়ি এবং কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যায়। ফলে এলাকা বাসীর চলাচলে চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। তিনি এলাকা বাসীর পক্ষ থেকে আলাদা করে ভেড়ী দিয়ে মাছ চাষ করার জন্য এবং জীবনের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, ইউএনও এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামরা করেছেন তিনি। 8,627,761 total views, 7,311 views today |
|
|
|