ডিসেম্বর ২৪, ২০১৯
নলতায় যুবলীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন যুবলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন যুবলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় যেয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন লিটুর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন। এসময় আরও বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমার হাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, উপজেলা তরুণলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম উল্লাহ প্রমুখ। 8,412,729 total views, 882 views today |
|
|
|