কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে বন্ধন সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা ও দুস্থ মহিলাদের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে বন্ধন সংস্থার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, সমবায় অফিসার মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম মহিউদ্দিন প্রমুখ।
6,238,595 total views, 1,806 views today