নভেম্বর ৭, ২০১৯
কালিগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১টায় কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে এ উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। সম্মেলন প্রস্তুত কমিটির সাধারণ সম্পাদক সজল মুখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, কেন্দ্রীয় আ’লীগের নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন তদারকি কমিটির দলনেতা অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু প্রমুখ। এ সময় কাউন্সিলারসহ জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার ঘোষণা দিয়ে নেতৃবৃন্দ উপজেলা অফিসার্স ক্লাবে চলে যায়। সেখানে বেলা ৪ টার দিকে নির্বাচন ছাড়াই একটি কমিটি গঠন করে ঘোষণার উদ্যোগ নেন নেতৃবৃন্দ। এ সময় নেতা-কর্মীর ভোটের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দ্রæত সেখান থেকে চলে যান কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন। অন্যান্য নেতৃবৃন্দ অডিটোরিয়ামের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবির মুখে জেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ বলেন, আগামী ১৯ নভেম্বর সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। পরদিন ২০ নভেম্বর কাউন্সিলারদের ভোটের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হবে। তার আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে কমিটি গঠনের বিষয়ে মুঠো-ফোনে জানতে চাইলে জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, জেলা আ’লীগের সাবেক উপদেষ্টা মাস্টার নরীম আলীকে সভাপতি ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এনামুল হোসেন ছোটকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ আট সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটির সভাপতি মাস্টার নরিম আলী, সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম-সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম ও সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম ও অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল এবং ১নং সদস্য হয়েছে অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু। এদিকে একাধিক তৃণমূল নেতা-কর্মীরা জানান, জেলা ও কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে অবমূল্যায়ন করে নিজেদের পছন্দের লোকদেরকে কমিটিতে বসিয়েছেন। এমতাবস্থায় তারা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিগঞ্জ ফুলতলা মোড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। 8,484,409 total views, 415 views today |
|
|
|