নভেম্বর ৯, ২০১৯
সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানালেন এমপি রবি
ডেস্ক রিপোর্ট: “১০ নং মহা বিপদ সংকেত” আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে সাতক্ষীরাবাসীকে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় নিরাপদ আশ্রয়ে থাকার আহŸান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সতর্ক বার্তায় এমপি রবি বলেন, প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন যে, বাংলাদেশের উপক‚লের দিকে আসতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে এবং “১০ নং মহা বিপদ সংকেত” দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাতের মধ্যে সাতক্ষীরায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ জন্য সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সকল দলীয় নেতা কর্মী ও সমর্থক এবং সেই সাথে সাতক্ষীরা জেলা বাসীকে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সতর্ক ও সজাগ থাকার আহŸান জানিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছেন। সেই সাথে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতিসহ সতর্ক ও সজাগ থাকার আহŸান জানিয়েছেন। মুসলিমদের মসজিদে মসজিদে নামাজ অন্তে মহান আল্লাহর কাছে দোয়া এবং অন্যান্য স্ব-স্ব ধর্মাবলম্বীদের এ দুর্যোগ থেকে পরিত্রাণ ও মুক্তির জন্য প্রার্থনা করার আহŸান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 8,483,311 total views, 5,480 views today |
|
|
|