নভেম্বর ২৮, ২০১৯
পাইকগাছায় বীজ ও রাসায়নিক সার বিতরণ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রবি মৌসুমে ভুট্টা, সূর্যমুখী, মুগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত মন্ডল, বিল্লাল হোসেন, সরাজ উদ্দীন মোড়ল, শাহিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মফিজুল রহমান, শেখ তোফায়েল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে ৬৮৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি ও ২ কেজি ভুট্টা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। 8,587,835 total views, 4,521 views today |
|
|
|