নভেম্বর ৫, ২০১৯
দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে-এমপি রবি
ডেস্ক রিপোর্ট: ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেল ৪ টায় সদরের আগড়দাঁড়ি ইউনিয়নের আগড়দাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং আগড়দাঁড়ি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক হোসেন শওকত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে বলেই মানুষের মানুষিকতার পরিবর্তন হয়েছে। দেশের জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। দেশের মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় সুখে শান্তিতে বসবাস করছেন এটা জননেত্রী শেখ হাসিনার অবদান।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পূলক চক্রবর্তী, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামল কুমার ঘোষ, যুব নেতা প্রভাষক মইনুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, ইউপি সদস্য ইয়াছিন কবির প্রমুখ। জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া এমপি রবির প্রচেষ্টায় আগড়দাঁড়ি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হওয়ায় এমপি রবির সাথে উপস্থিত হাজার হাজার মানুষের জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আগড়দাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় আকাশে বাতাসে জয় বাংলা ধ্বনিতে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাস্থল সার্থকতা লাভ করে। আগড়দাঁড়ি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অসংখ্য জনসাধারণ হাজির হয়ে অনুষ্ঠান উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. মনিরুজ্জামান। 8,483,269 total views, 5,438 views today |
|
|
|