তালা প্রতিনিধি: তালা সার্জিক্যাল ক্লিনিকে পেট না কেটে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ৫০ বছর বয়সী সাহারা বেগম নামে এ রোগীকে ল্যাপরোস্কপি বা পেট না কেটে, পিত্ত-থলির পাথর অপারেশন করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শরিফুল ইসলাম ল্যাপরোস্কপি বা পেট না কেটে, ছোট ছিদ্রের মাধ্যমে পিত্ত-থলি পাথর অপসারণ করেন। রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং পেট না কেটে অপারেশন করতে পারায় অত্যন্ত আনন্দিত। এ বিষয়ে তালা সার্জিক্যাল ক্লিনিকের মালিক ডা. বিধান চন্দ্র রায় জানান, আধুনিক ও উন্নত সেবা প্রদান করাই আমাদের লক্ষ। এখানে সকল প্রকার অপারেশনসহ আল্ট্রাসনো, ই.সি.জি ও প্যাথলজির ব্যবস্থা আছে। ল্যাপরোস্কপি বা পেট না কেটে, ছোট ছিদ্রের মাধ্যমে পিত্ত-পাথর, হার্নিয়া হাইজ্রাসিন, ওভারিয়ান, টিউমার, কিডনি পাথর অপারেশন শুরু হয়েছে বলে জানান তিনি।