নভেম্বর ৫, ২০১৯
তালায় পুলিশ কনস্টেবল কর্তৃক বৃদ্ধকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: তালায় পুলিশ কনস্টেবল কর্তৃক ষাটোর্ধ্ব বৃদ্ধকে ঘরে আটকিয়ে বেধড়ক মারপিট, খুন জখমের হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার শাহাপুর গ্রামের মৃত নেছার আলী মোড়লের ছেলে জিল্লুর রহমান। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, তার ছেলে আল মামুন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে কবিরাজি করে আসছেন। আর এ কাজের জন্য তাকে জেলার বিভিন্ন স্থানে যেতে হয়। গত ১৬ অক্টোবর একজন মহিলা তদবির নেয়ার জন্য তাকে ফোন করে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে আসার জন্য বলেন। তিনি সরল বিশ্বাসে সেখানে পৌঁছালে পিছন দিক থেকে শাহাপুর গ্রামের শফিউদ্দীন মাস্টারের ছেলে পুলিশ কনস্টেবল আরাফাত হোসেন তাকে জাপটে ধরে তার মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং কোন কথা বললে তাকে খুন করে ফেলবেন বলে হুমকি প্রদর্শন করেন। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে তালা উপজেলার সাতরখি এলাকার মোনতাজ উদ্দীন সরদারের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে লাথি, কিল ঘুসি ও দুই পা দিয়ে পিষে হত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে তাকে সাক্ষর করতে বলেন, সাক্ষর না করলে হত্যার হুমকি দেন পুলিশ কনস্টেবল আরাফাত। জীবনের ভয়ে তিনি কোন উপায় না পেয়ে এতে সাক্ষর করতে বাধ্য হন। এছাড়া তার কাছে থাকা ২১ হাজার টাকাও ছিনিয়ে নেন। এরপর ওই পুলিশ কনস্টেবল তাকে বাড়ি পৌঁছে দিয়ে ওই স্ট্যাম্পটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার কাছে ৫ লক্ষ টাকা পাবেন বলে জানান। অথচ ওই পুলিশ কনস্টেবলের সাথে তার কোন সময় লেনদেনই হয়নি। বর্তমানে পুলিশ কনস্টেবল আরাফাত কৌশলে তার জমি দখল করে নেওয়ারও হুমকি প্রদর্শন করছেন। এ ঘটনায় তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরও বলেন, আরাফাত খুলনায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ছুটি নিয়ে বাড়িতে এসে তিনি তাকে জিম্মি করে এ ধরনের অপকর্ম করছেন বলে তিনি জানান। তিনি আশঙ্কা করছেন তার সাক্ষরকৃত ওই সাদা স্ট্যাম্প ব্যবহার করে পুলিশ কনস্টেবল আরাফাত তাকে যে কোন ধরনের বøাক মেইলিং করতে পারেন। এমতাবস্থায় তিনি (জিল্লুর) ওই পর-সম্পদ লোভী পুলিশ কনস্টেবল আরাফাত কর্তৃক তার মত একজন বয়োবৃদ্ধকে মারপিটের ঘটনার প্রতিবাদসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 8,633,985 total views, 13,535 views today |
|
|
|