নভেম্বর ৩, ২০১৯
জেলা আওয়ামী লীগের উদ্দোগে জেল হত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্দোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে পঁচাত্তরের এই দিনে গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় চার নেতাকে স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র নৃশংসভাবে জেলাখানায় হত্যা করে ইতিহাসের অন্যতম কালো অধ্যায় সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধুর আসার প্রতীক ছিলেন জাতীয় চার নেতা। যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছিল তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এ সময় জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, পৌর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশিসহ জেলা, উপজেলা, পৌর আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ জাতীয় চার নেতা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুফান কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। 8,446,422 total views, 7,685 views today |
|
|
|